যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র কখনোই সেন্টমার্টিন দ্বীপ বিষয়ে কখনো আলোচনা করেনি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি।
সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ব্রিফ্রিংয়ে করা প্রশ্ন ও উত্তরগুলো প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশে যা বলা হয়েছে, তা সঠিক নয়। এই বিষয়ে আমাদের মধ্যে কখনো আলোচনা হয়নি। বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারত্বকে গুরুত্ব দেই। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সমর্থনসহ গণতন্ত্রের উন্নয়নে এক সঙ্গে কাজ করে আমাদের সম্পর্ককে জোরদারের চেষ্টা করি।
ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছয় মার্কিন কংগ্রেস সদস্যের একটি চিঠির বিষয়ে দেয়া প্রতিক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র বলে